Last Updated: September 19, 2013 09:00

কালাদিবস পালন করল ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ক্রিশ্চান স্কুলস। রাজ্যের সব মিশনারি স্কুল আজ বন্ধ ছিল। ক্রাইস্টচার্চ ভাঙচুরে পুলিসি নিষ্ক্রিয়তা ও অধ্যক্ষকে হেনস্থার প্রতিবাদে এই কালা দিবস পালন।
প্রতিবাদে অংশ নেয় আইসিএসই বোর্ডের স্কুলগুলিও। ফলে রাজ্যের একটা বড় সংখ্যক স্কুলে এদিন পঠনপাঠন হয়নি। ভাঙচুরের জেরে এখনও বন্ধ দমদমের ক্রাইস্টচার্চ স্কুল। মেরামতির কাজ শেষ করে শিগগিরি স্কুল খোলার চেষ্টা হবে বলে জানিয়েছে ক্রিশ্চান স্কুলগুলির সংগঠন। রাজ্যের মিশনারি স্কুলগুলির নিরাপত্তার দাবিতে আজ মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা।
First Published: Thursday, September 19, 2013, 17:36