Last Updated: Wednesday, January 22, 2014, 23:38
ক্রাইস্ট চার্চ কাণ্ডে স্কুল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলল় রেপা। রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি বা রেপার মতে, ঐন্দ্রিলা দাসকে নিয়ে যথেষ্ট সংবেদনশীল ছিল না স্কুল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, তদন্তে স্কুল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব রয়েছে। ক্রাইস্ট চার্চ স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী ঐন্দ্রিলার মৃত্যুর জন্য দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না স্কুল। অভিযোগ জানিয়ে স্কুল শিক্ষা দফতরের দ্বারস্থ হয় ঐন্দ্রিলার পরিবার। সেই অভিযোগ রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি বা রেপার কাছে পাঠিয়ে দেয় শিক্ষা দফতর।