Last Updated: September 5, 2013 12:32

ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হল দুর্গাপুরের বেঙ্গল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি কলেজে। প্রথমবর্ষের ছাত্রদের মারধর এবং হস্টেলের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত তিন ছাত্রকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। অভিযোগ, গতকাল রাত বারোটা নাগাদ প্রথমবর্ষের ছাত্রদের ঘরে বিদ্যুত চলে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছন হস্টেলের ওয়ার্ডেন।
প্রথমবর্ষের ছাত্রদের অভিযোগ এরপরই ঘটনাস্থলে পৌঁছে ওয়ার্ডেনের উপস্থিতিতেই তাঁদের মারধর করে দ্বিতীয় বর্ষের ছাত্রেরা। ভাঙচুর করা হয় ঘরের জিনিসপত্রও। রাত দুটো নাগাদ কলেজে যায় নিউটাউন থানার পুলিস। তবে এখনও এবিষয়ে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। এবছরই কলেজে চালু হয়েছে পলিটেকনিকের পঠনপাঠন।
ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে ছাত্র এবং অভিভাবকদের মধ্যে। কলেজ কর্তৃপক্ষ ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ না করলে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন অভিভাবকরা।
First Published: Thursday, September 5, 2013, 12:36