Last Updated: Thursday, September 5, 2013, 12:32
ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হল দুর্গাপুরের বেঙ্গল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলজি কলেজে। প্রথমবর্ষের ছাত্রদের মারধর এবং হস্টেলের জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্রদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত তিন ছাত্রকে ভর্তি করা হয়েছে নার্সিংহোমে। অভিযোগ, গতকাল রাত বারোটা নাগাদ প্রথমবর্ষের ছাত্রদের ঘরে বিদ্যুত চলে যায়। এরপর ঘটনাস্থলে পৌঁছন হস্টেলের ওয়ার্ডেন।