হস্টেল থেকে উধাও দুই ছাত্রী

হস্টেল থেকে উধাও দুই ছাত্রী

Tag:  student missing hostel
হস্টেল থেকে উধাও দুই ছাত্রীস্কুলের হস্টেল থেকে দুজন ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পাণ্ডুয়ার কণিকা আচার্য চৌধুরী আদিবাসী হস্টেলে। বুধবার রাত থেকেই নিখোঁজ স্থানীয় বৈঁচি বীণাপানি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী শ্যামলী মান্ডি ও রাখি হাঁসদা। বর্ধমানের নবগ্রামের বাসিন্দা ওই দুই ছাত্রী পঞ্চম শ্রেণি থেকেই এই ছাত্রীনিবাসে থাকত। অভিযোগ শনিবার রাতে অশালীন আচরণের জন্য হস্টেল ইনচার্জের কাছে বকুনি খায় তারা।  এরপরই হস্টেল থেকে নিখোঁজ হয়ে যায় ওই দুই ছাত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

First Published: Thursday, March 29, 2012, 21:59


comments powered by Disqus