চুরির অপবাদে আত্মঘাতী ছাত্র

চুরির অপবাদে আত্মঘাতী ছাত্র

চুরির অপবাদে আত্মঘাতী ছাত্রচুরির অপবাদে আত্মঘাতী হল শাকিল আহমেদ নামে এক ছাত্র। রবিবার ঘটনাটি ঘটেছে বসিরাহাটের মালতিপুরে। অভিযোগ, শিক্ষকের জুতো চুরির অপবাদে আত্মঘাতী হয় সে।

আত্মঘাতী ছাত্রের বাড়ি বারাসতের কাজী পাড়ায়। সে মালতিপুর ইসলামিয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শাকিল ওই স্কুলেরই আবাসিক ছাত্র। শনিবার ওই স্কুলের এক শিক্ষক মিজানুর রহমানের জুতো হারিয়ে যায়। অভিযোগ এরপরই স্কুলের অন্য শিক্ষকরা চুরির অপবাদে বকাবকি করেন শাকিলকে। এরপরই রবিবার সকালে বসিরহাট মানতিপুর স্টেশনের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র।

First Published: Sunday, February 5, 2012, 15:16


comments powered by Disqus