এখন থেকে ৯ নয়, ১২টি সিলিন্ডারে ভর্তুকি পাবেন গ্রাহকরা

এখন থেকে ৯ নয়, ১২টি সিলিন্ডারে ভর্তুকি পাবেন গ্রাহকরা , আধার কার্জ বাধ্যতামূলক নয়

এখন থেকে ৯ নয়, ১২টি সিলিন্ডারে ভর্তুকি পাবেন গ্রাহকরা , আধার কার্জ বাধ্যতামূলক নয়ভর্তুকির সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে ১২ করার অনুমোদন দিল অর্থমন্ত্রক। গত সপ্তাহে রাহুল গান্ধীর সুপারিশের পরই এই অনুমোদল দিল কেন্ত্রীয় অর্থমন্ত্রক। ফেব্রুয়ারি মাস থেকে মাসে একটি করে সিলিন্ডারে ভর্তুকি পাবেন গ্রাহকরা। এ দিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি বলেন এই ঘোষনা করেন।

ভর্তুকি দেওয়া সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে ১২ হওয়ায় সরকারের ভর্তুকি বাবাদ খরচা বা়ডবে ৫,০০০ কোটি টাকা। এখন প্রতি বছর ভর্তুকি বাবগ সরকারের খরচ হয় ৪৬, ০০০ কোটি টাকা। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে বছরে ৬টি সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষনা করেছিল কেন্দ্র। ২০১৩ সালের জানুয়ারি মাসে সেই সংখ্যা বাড়িয়ে ৯ করা হয়।

এবার থেকে বছরে ১২টির বেশি সিলিন্ডার প্রয়োজন হলে তা কিনতে হবে ১,২৫৮ টাকায়। দিল্লিতে ভর্তুকির পর প্রতি সিলিন্ডারের দাম এখন ৪১৪ টাকা।

First Published: Thursday, January 30, 2014, 16:43


comments powered by Disqus