Last Updated: Friday, June 13, 2014, 18:50
বাড়ছে না রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। ভর্তুকিতে সিলিন্ডারের সংখ্যাও কমানো হবে না। জানিয়ে দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছেন, এখনকার দামেই পাওয়া যাবে রান্নার গ্যাসের সিলিন্ডার। কোনও অতিরিক্ত দামের বোঝা চাপাবে না সরকার। সিলিন্ডার পিছু এখন যা ভর্তুকি দেওয়া হচ্ছে তাও বদলাবে না। একই থাকবে বছরে ভর্তুকি দেওয়া সিলিন্ডারের সংখ্যাও।