Subhash Ghising will support Trinamool congress

দার্জিলিংয়ে ভোটের লড়াইয়ে তৃণমূলকে সমর্থন জিএনএলএফের

দার্জিলিংয়ে ভোটের লড়াইয়ে তৃণমূলকে সমর্থন করবে জিএনএলএফ। তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া পার্বত্য এলাকার বাসিন্দা হওয়াতেই, তাঁকে সমর্থনের সিদ্ধান্ত বলে জিএনএলএফের তরফে জানানো হয়েছে। পাহাড়ের চতুর্মুখী লড়াইয়ে, সুবাস ঘিসিংয়ের দলের সমর্থন গুরুত্বপূর্ণ বলেই বলে মনে করছে রাজনৈতিক মহল।

১৯ মার্চ দার্জিলিংয়ে ফেরার পর থেকেই ঘিসিংকে কাছে টানার চেষ্টায় ছিল পাহাড়ের রাজনৈতিক দলগুলি। এমনকি, মোর্চা প্রধান বিমল গুরুংও, ভোটযুদ্ধে জিততে ঘিসিংয়ের সমর্থন চেয়েছিলেন।

তবে ঘিসিং গেলেন তৃণমূলের সঙ্গেই। শনিবার ঘিসিংয়ের বাড়িতে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর জিএনএলএফ জানিয়ে দিল, বাইচুং ভুটিয়াকেই সমর্থন করবে তারা। জিএনএলএফের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে,বাইচুং ভুটিয়া পার্বত্য এলাকার বাসিন্দা হওয়ার জন্যই তাঁকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে ঘিসিংয়ের দল। <<এই ঘোষণা তীব্র আলোড়ন সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।

একদিকে মোর্চা সমর্থিত বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী বাইচুং ভূটিয়া। প্রার্থী দিয়েছে কংগ্রেস এবং বামেরাও। তাই লোকসভা ভোটে দার্জিলিং আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেক্ষেত্রে, বাইচুংকে জিএনএলএফের সমর্থন যথেষ্টই তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। GNLF-এর পাশাপাশি,আদিবাসী বিকাশ পরিষদের সমর্থনও বাইচুং পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

First Published: Friday, April 4, 2014, 20:06


comments powered by Disqus