Last Updated: Sunday, November 13, 2011, 17:22
পাহাড়ে পুরভোট বয়কটের সিদ্ধান্ত নিল জিএনএলএফ। আজ জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন জিএনএলএফ প্রধান সুবাস ঘিসিং। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে না বলেই এই বয়কটের সিদ্ধান্ত। আগামী এগারোই ডিসেম্বর দার্জিলিং, কালিম্পং, কার্সিয়ং এবং মিরিকের চুরাশিটি আসনে নির্বাচন হবে।