সরাসরি যুদ্ধ ঘোষনা শুভেন্দু অধিকারীর, Subhendu Adhikari announces war against Maoists

সরাসরি যুদ্ধ ঘোষণা শুভেন্দু অধিকারীর

সরাসরি যুদ্ধ ঘোষণা শুভেন্দু অধিকারীরপশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে সরাসরি মাওবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। তৃণমূলের যুব কংগ্রেসের ডাকে ওই সভা থেকে শুভেন্দু জানান জঙ্গলমহলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে সরকার। আর গণতন্ত্রকে নষ্ট করার খেলায় নেমেছে মাওবাদীরা। মাওবাদীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন আগামী বারোই নভেম্বর ঝাড়গ্রামের আগুইবনি থেকে ন্যাদাবহড়া পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করবেন তিনি। মাওবাদীদের ক্ষমতা থাকলে সেই মিছিল আটকাক। একই সঙ্গে জঙ্গলমহলে মাওবাদীদের ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে একের পর এক সভা করার কর্মসূচিও ঘোষণা করেছেন তিনি। আজ বেলপাহাড়ির বিডিও মাঠে ওই সভায় হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর মুকুল রায় ও শিশির অধিকারীও।

First Published: Tuesday, November 1, 2011, 16:31


comments powered by Disqus