লোকসভায় শপথ নিলেন সুব্রত বক্সী

লোকসভায় শপথ নিলেন সুব্রত বক্সী

লোকসভায় শপথ নিলেন সুব্রত বক্সীলোকসভায় সাংসদ হিসেবে শপথ নিলেন কলকাতা দক্ষিণ কেন্দ্রের নতুন সাংসদ সুব্রত বক্সী। আজ অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার মীরা কুমার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এবং সুব্রত বক্সীর ছেড়ে দেওয়া ভবানীপুর আসন থেকে বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রটি ফাঁকা ছিল।

গত ৩০ নভেম্বর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হয়। ৪ ডিসেম্বর হয় ভোটগণনা। ২০০৯ সালে নিজের খাসতালুক হিসেবে পরিচিত এই কেন্দ্রে ২,১৯,৫৭১ ভোটে জিতেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রেকর্ড ভেঙে ২,৩০,০৯৯ ভোটে লোকসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন সুব্রত বক্সী। এরপরই আজ সংসদে হাজির হয়ে শপথ নিলেন তিনি।





First Published: Wednesday, December 21, 2011, 16:56


comments powered by Disqus