Last Updated: Monday, August 20, 2012, 20:51
খবর সম্প্রচারের চব্বিশ ঘণ্টা পরেও সোনারপুরে মহিলা নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্তরা অধরা। পুলিসের দাবি, থানায় যে দশজনের বিরুদ্ধে এইআইআর দায়ের হয়েছে, তাদের মধ্যে তিনজন পলাতক। বাকিরা এলাকায় থাকলেও কেন তাদের এখনও গ্রেফতার করা যায়নি, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।