লাল-হলুদ বিতর্কে সুরনরম সুব্রতর

লাল-হলুদ বিতর্কে সুর নরম সুব্রতর

লাল-হলুদ বিতর্কে সুর নরম সুব্রতররাজ্যপাল বিতর্কে দলে কোণঠাসা সুব্রত মুখার্জি। ডানা ছাঁটার পর এবার চাপে পড়ে সুরবদল করলেন পঞ্চায়েতমন্ত্রী। সুব্রত মুখার্জির দাবি, রাজ্যপাল প্রসঙ্গে `লাল` বা `হলুদ কার্ড` কিছুই বলেননি তিনি। সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জ জানিয়ে পঞ্চায়েতমন্ত্রীর পাল্টা দাবি এই মন্তব্য কোথায় করেছি দেখান।

ওদিকে গতকালই সরকারের বিরুদ্ধে ফের মুখ খোলেন রাজ্যপাল এম কে নারায়ণন। তাঁকে নজরে রাখা হচ্ছে। তাই তিনি নিরাপদে আছেন, বলে আনন্দ প্রকাশ করেন রাজ্যপাল। এবং নিজেকে `ভাগ্যবান` বলেও মন্তব্য করেছেন তিনি। এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জির করা বিতর্কিত মন্তব্যের কটাক্ষ করেছেন রাজ্যপাল।

ভাঙড়ের ঘটনার পর রাজ্যে `গুন্ডাগিরি` চলছে বলে আগেই সমালোচনা করেছিলেন রাজ্যপাল। তাঁর এই মন্তব্যের পর গত কাল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, "রাজ্যপালকে নজরে রাখা হচ্ছে।" সেই প্রসঙ্গেই কলকাতায় শুক্রয়ার একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকারের ভূমিকাকে কটাক্ষ করলেন নারায়ণন।





First Published: Saturday, January 12, 2013, 15:12


comments powered by Disqus