Last Updated: Saturday, January 12, 2013, 12:17
রাজ্যপাল বিতর্কে দলে কোণঠাসা সুব্রত মুখার্জি। ডানা ছাঁটার পর এবার চাপে পড়ে সুরবদল করলেন পঞ্চায়েতমন্ত্রী। সুব্রত মুখার্জির দাবি, রাজ্যপাল প্রসঙ্গে `লাল` বা `হলুদ কার্ড` কিছুই বলেননি তিনি। সংবাদমাধ্যমকে চ্যালেঞ্জ জানিয়ে পঞ্চায়েতমন্ত্রীর পাল্টা দাবি এই মন্তব্য কোথায় করেছি দেখান।