কেউ তুচ্ছ ঘটনা বলেনি: সুব্রত

কেউ তুচ্ছ ঘটনা বলেনি: সুব্রত

কেউ তুচ্ছ ঘটনা বলেনি: সুব্রতএসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুকে ছোট ও তুচ্ছ ঘটনা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ এবিষয়ে পুরো উল্টো কথা শুনিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

চোখ ও কানের বিবাদ ভঞ্জনের বিচার বিভাগীয় তদন্তের দাবি ওড়াতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, সুদীপ্ত গুপ্তর মৃত্যু ছোট ও তুচ্ছ ঘটনা। কিন্তু এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, যেকোনও মৃত্যুই দুঃখজনক এবং এই মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। ছাত্রমৃত্যুতে কি তুচ্ছ ঘটনা বলা যায়? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "কেউ সেকথা বলেনি।" 


সুব্রত মুখোপাধ্যায়ের বক্তব্য শুনতে ক্লিক করুন






First Published: Sunday, April 7, 2013, 21:16


comments powered by Disqus