Last Updated: Sunday, June 9, 2013, 11:16
মান্না দে-র শারীরিক অবস্থা অবস্থা সঙ্কটজনক হলেও আপাতত তিনি স্থিতিশীল বলে
জানিয়েছেন চিকিত্সকরা৷। গতকাল গভীর রাতে তাঁকে বেঙ্গালুরুর বেসরকারি
হাসপাতালে ভর্তি করা হয়। প্রবীণ এই সঙ্গীতশিল্পী গত কয়েকদিন ধরেই
বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। কল্যাণনগরের বাড়িতেই চিকিত্সা চলছিল
চুরানব্বই বছরের মান্না দে-র। রবিবার চিকিত্সকরা জানিয়েছেন, অবস্থার বিশেষ
বদল না হলেও মান্না দে-র অবস্থা স্থিতিশীল৷