চার রাজ্যের বিধানসভার নির্বাচনী সাফল্য লোকসভা নির্বাচনেও ধরে রাখতে প্রস্তুতি শুরু বিজেপির অন্দরমহল

চার রাজ্যের বিধানসভার নির্বাচনী সাফল্য লোকসভা নির্বাচনেও ধরে রাখতে প্রস্তুতি শুরু বিজেপির অন্দরমহল

চার রাজ্যের বিধানসভার নির্বাচনী সাফল্য লোকসভা নির্বাচনেও ধরে রাখতে প্রস্তুতি শুরু  বিজেপির অন্দরমহলউত্তর ভারতের চার রাজ্যে বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। সামনে লোকসভা ভোট। চার রাজ্যের নির্বাচনী সাফল্য কী করে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায় সেই ভাবনা এখন বিজেপির সামনে। চার রাজ্যের বিধানসভা ভোটে উঠেছে গেরুয়া ঝড়। সামনের বছর লোকসভা নির্বাচনে সারাদেশে এই ঝড় বইয়ে দেওয়া বিজেপির লক্ষ্য। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই লড়াইয়ে ব্লু প্রিন্ট তৈরিতে এখন ব্যস্ত বিজেপি নেতৃত্ব।

চার রাজ্যের ভোটের আগে প্রচুর জনসভা করেছেন তিনি। কিন্তু কোথাও তাঁর বক্ততায় সেভাবে উঠে আসেনি হিন্দুত্ব। বরং অনেক বেশি জায়গা করে নিয়েছে উন্নয়নের খতিয়ান। আর এই স্ট্র্যাটেজিটাই যে দারুণ কাজ করেছে তা বেশ বুঝতে পেরেছে বিজেপি। তাই লোকসভা ভোটের আগে প্রচারের ফলাটা উন্নয়ন ইস্যুতেই শানিয়ে নেবে বিজেপি।

যে চার রাজ্যে বিধানসভা ভোটে সাফল্য পেয়েছে বিজেপি, তার মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান আর ছত্তিসগড়ে আগে থেকেই শক্ত মাটিতে দাঁড়িয়েছিল তারা। কিন্তু, যে রাজ্যগুলিতে তাদের ভিত তেমন মজবুত না? সেখানে নতুন ভোটারদের কাছে টানতে মোদীকে মুখ হিসেবে ব্যবহার করবে বিজেপি। আর সেই লক্ষ্যে আম আদমি পার্টির রণনীতির জুতোতে পা গলাতেও সম্ভবত আপত্তি নেই গৈরিক শিবিরের। যুবসমাজকে টানতে বিজেপি অনেক বেশি করে ব্যবহার করতে চায় সোশ্যাল মিডিয়াকে। ঠিক যেভাবে দিল্লিতে ছড়িয়ে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালরা। একই সঙ্গে স্বচ্ছ ভাবমূর্তিও বড় ভূমিকা নিতে পারে। যা দারুণ কাজ করেছে মধ্যপ্রদেশে।

চার রাজ্যে ভোট ছিল বলে কার্যত চষে ফেলেছিলেন নরেন্দ্র মোদী। বিপুল জন সমাবেশের সেই ছবিটাই লোকসভা ভোট পর্যন্ত ধরে রাখতে মরিয়া বিজেপি। কিন্তু, আগামী কয়েকমাস তো এত ঘন ঘন জনসভা হবে না। সেক্ষেত্রে ছোট সমাবেশ আর কর্মিসভাতেই দলকে চাঙ্গা রাখার কাজটা লাগাতার চালিয়ে যেতে চায় বিজেপি।

First Published: Monday, December 9, 2013, 20:50


comments powered by Disqus