Last Updated: July 7, 2013 13:16

মস্তিষ্কে অস্ত্রপচার সফল হয়েছে হৃতিকের। আর ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। অস্ত্রপচারের পর জানালেন বাবা রাকেশ রোশন। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে বেলা ৩টের সময় অস্ত্রপচার শুরু হয় হৃতিকের। ৫০ মিনিট ধরে অস্ত্রপচার। পুরো সময়টাই সঙ্গে ছিলেন হৃতিকের মা, বাবা ও স্ত্রী সুজানে।
অস্ত্রপচারের পর রাকেশ বলেন, অস্ত্রপচার সফল, "হৃতিক ভাল আছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ক্রনিক সাবডুরাল হেমাটোমার শিকার হয়েছিলেন হৃতিক।"
হাসপাতালে ভর্তি হওয়ার আগে হৃতিক তাঁর ফেসবুক পেজে লেখেন, "আমি মস্তিষ্কে অস্ত্রপচার করাতে হাসপাতালে ভর্তি হতে যাচ্ছি। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরব। লাভ ইউ অল।" অস্ত্রপচারের পর এখন স্বস্তিতে তাঁর ভক্তকূল।
First Published: Sunday, July 7, 2013, 21:04