Last Updated: January 16, 2014 22:29

ফের সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তে কমে গিয়েছে অক্সিজেনের মাত্রা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মহানায়িকাকে ফের নন ইনভেসিভ ভেন্টিলেশন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সন্ধেয় তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল গভীর রাতেও বুকে ব্যথা অনুভব করেন সুচিত্রা সেন। সকালের দিকে তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক হয়। হাসপাতালের নার্সদের সাহায্যে উঠে বসেন তিনি। চামচে করে চা, জল খাওয়ানো হয় তাঁকে। হাসপাতালে থাকতে বিরক্ত হয়ে বাড়ি ফিরতে চান সুচিত্রা। তাঁর মন ঠিক করতে আইসিইউ-এর মধ্যেই গান চালিয়ে শুরু করা হয় মিউজিক থেরাপি। পরিস্থিতি দেখে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথাও চিন্তা করতে শুরু করেন চিকিত্সকরা। মনে করা হচ্ছিল শনিবারের মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। কিন্তু সন্ধের পরেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।
First Published: Thursday, January 16, 2014, 22:29