Suchitra Sen`s medical Bulletin

সঙ্কটজনক হলেও স্থিতিশীল সুচিত্রা, বিশ্রাম না পাওয়ায় অভিমান মহানায়িকার

সঙ্কটজনক হলেও স্থিতিশীল সুচিত্রা, বিশ্রাম না পাওয়ায় অভিমান মহানায়িকার1 PM MEDICAL BULLETIN:

হার্টের অবস্থা ভাল

রাইস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে

বিশ্রাম না পাওয়ায় অভিমান মহানায়িকার

অবস্থা স্থিতিশীল, রক্তে অক্সিজেনের অবস্থা ভাল

কার্বন ডাই অক্সাইড ওঠানামা করছে

কথা পাচ্ছেন মেয়ে নাতনির সঙ্গে

তবে সঙ্কট এখনও কাটেনি

জানালেন চিকিৎসক সুব্রত মৈত্র

সকালের খবর:

আগের থেকে সঙ্কট অনেকটাই কেটেছে সুচিত্রা সেনের। তবে এখনও তাঁকে পুরোপুরি সঙ্কটমুক্ত বলতে রাজি নন চিকিত্‍সকেরা। গত আটচল্লিশ ঘণ্টায় নতুন করে মহানায়িকার স্বাস্থ্যের কোনও অবনতি না হলেও রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকায় তাঁকে একটানা অক্সিজেন দিতে হচ্ছে। মহানায়িকার রক্তে অক্সিজেনের পরিমান পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে। খুলে নেওয়া হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। তবে খোলা হয়নি রাইলস টিউব। আপাতত আইটিইউতেই মহানায়িকাকে রাখা হবে বলে জানিয়েছে চিকিত্‍সকেরা। আজ সকালে রাইলস টিউবের সাহায্যে তরল খাবার দেওয়া হয়েছে সুচিত্রা সেনকে। আইটিইউর বেডে বসানো হয় তাঁকে। নিজের হাতে চা খান সুচিত্রা সেন। তবে তাঁর শরীর অত্যন্ত দুর্বল থাকায় খুব ধীরে ধীরে কথা বলছেন মহানায়িকা।



First Published: Wednesday, January 15, 2014, 13:27


comments powered by Disqus