Last Updated: Wednesday, January 15, 2014, 13:27
আগের থেকে সঙ্কট অনেকটাই কেটেছে সুচিত্রা সেনের। তবে এখনও তাঁকে পুরোপুরি সঙ্কটমুক্ত বলতে রাজি নন চিকিত্সকেরা। গত আটচল্লিশ ঘণ্টায় নতুন করে মহানায়িকার স্বাস্থ্যের কোনও অবনতি না হলেও রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকায় তাঁকে একটানা অক্সিজেন দিতে হচ্ছে। মহানায়িকার রক্তে অক্সিজেনের পরিমান পঁচাশি থেকে নব্বইয়ের মধ্যে। খুলে নেওয়া হয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। তবে খোলা হয়নি রাইলস টিউব। আপাতত আইটিইউতেই মহানায়িকাকে রাখা হবে বলে জানিয়েছে চিকিত্সকেরা। আজ সকালে রাইলস টিউবের সাহায্যে তরল খাবার দেওয়া হয়েছে সুচিত্রা সেনকে। আইটিইউর বেডে বসানো হয় তাঁকে। নিজের হাতে চা খান সুচিত্রা সেন। তবে তাঁর শরীর অত্যন্ত দুর্বল থাকায় খুব ধীরে ধীরে কথা বলছেন মহানায়িকা।