SUCI Candidate attaked

আক্রান্ত জয়নগর কেন্দ্রে এসইডসিআই প্রার্থী

আক্রান্ত জয়নগর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডল। ভোট প্রচার চলাকালীন তাঁকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় আহত হয়েছেন এসইউসিআইয়ের একজন সমর্থকও।

আজ সকালে ক্যানিং-পূর্ব বিধানসভা এলাকার জীবনতলা থানার ধোঁয়াঘাটায় প্রচারে গিয়েছিলেন এসইউসিআই প্রার্থী। সেখানে আচমকা তৃণমূল কংগ্রেস কর্মীরা হাজির হয়ে তাঁকে প্রচারে বাধা দেয় বলে অভিযোগ। ধাক্কা দিয়ে তাঁকে বের করে দেওয়ারও অভিযোগ করেছেন প্রার্থী। তাঁর দাবি, গোটা ঘটনা পুলিসের সামনে হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

First Published: Tuesday, April 29, 2014, 21:25


comments powered by Disqus