Tarun Mandal - Latest News on Tarun Mandal| Breaking News in Bengali on 24ghanta.com
আক্রান্ত জয়নগর কেন্দ্রে এসইডসিআই প্রার্থী

আক্রান্ত জয়নগর কেন্দ্রে এসইডসিআই প্রার্থী

Last Updated: Tuesday, April 29, 2014, 21:25

আক্রান্ত জয়নগর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডল। ভোট প্রচার চলাকালীন তাঁকে ধাক্কা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় আহত হয়েছেন এসইউসিআইয়ের একজন সমর্থকও।