Last Updated: July 20, 2013 10:34

ভোট চলাকলীনই দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে সিআইএসএফের গুলিতে মৃত্যু হল এক এসইউসিআই কর্মীর। নাম অমল হালদার। ভোট দিতে দীর্ঘ সময় লাগার কারণে বিক্ষোভ শুরু হয়েছিল। বিক্ষোভকারীদের হঠাতে সিআইএসএফ জওয়ানরা লাঠি চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করে। এরপরই তিন রাউন্ড গুলি চালায় সিআইএসএফ। কেন্দ্রীয় বাহিনীর গুলিতেই মৃত্যু হয় অমল হালদারের। ঘটনার জেরে আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে এসএইসিআই।
জয়নগর ২ নম্বর ব্লকের মায়াহাউরি গ্রাম পঞ্চায়েতের দাড়া বাপুলিচক অবৈতনিক স্কুলের ১০০ নম্বর বুথ। সকাল থেকেই ভোট চলছিল ধীরগতিতে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪০০ ভোট পড়ে। বুথের বাইরে তখনও ৭০০ ভোটারের লম্বা লাইন। ভোট দিতে অনেকটা সময় লাগায় ধৈর্যের বাঁধ ভাঙে ভোটারদের। শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভ হটাতে শুরু হয় লাঠিচার্জ। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড গুলি চালায় সিআইএসএফ। ১০৪ নম্বর ব্যাটেলিয়ানের সিআইএসএফ জওয়ান ধনরাজ পাতিলের ছোঁড়া গুলি গিয়ে লাগে ভোটের লাইনে দাঁড়ানো এসইউসিআই কর্মী অমল হালদারের মাথায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে যান জেলা এসইউসিআই নেতৃত্ব। হাসপাতালে যান অতিরিক্ত পুলিস সুপার পূর্ব কঙ্কর প্রসাদ বারুই। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানা।
First Published: Saturday, July 20, 2013, 10:34