ফের শহরে মরণঝাঁপ

ফের শহরে মরণঝাঁপ

ফের শহরে মরণঝাঁপ ফের বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যুর ঘটনা। পুলিসের প্রাথমিক অনুমান গতরাতে ১৪ তলার ছাদ থেকে মরণঝাঁপ দেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে গড়িয়াহাট এলাকার একটি আবাসনে।

সনাক্তকরণের পর জানা গিয়েছে মৃত বছর ২৪ হরকৃষণ রাই আবাসনের কেয়ার টেকারের আত্মীয়। গতকালই ঝাড়খন্ডের শিমুলতলা থেকে কলকাতায় ঘুরতে এসেছিলেন ওই যুবক। এরপরই রাত আড়াইটে নাগাদ ১৪ তলা থেকে ঝাঁপ দেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান আত্মহত্যাই করেছেন ওই যুবক।

First Published: Monday, March 25, 2013, 12:00


comments powered by Disqus