Last Updated: Saturday, July 13, 2013, 19:47
বহুতল থেকে মরণঝাঁপের ঘটনা অব্যাহত শহর কলকাতায়। এ বার ১১ তলা থেকে পড়ে মৃত্যু সুদেষ্ণা মুখোপাধ্যায় নামে এক মহিলার৷ আজ পাটুলি থানার গাঙ্গুলিবাগানের একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা যান বছর ৩৫-এর এই মহিলা। পুলিশ জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন ছিলেন বছর এই মহিলা৷