সুদীপ্তকে নিয়ে রাতভর তল্লাসি পুলিসে

সুদীপ্তকে নিয়ে রাতভর তল্লাসি পুলিসে

সুদীপ্তকে নিয়ে রাতভর তল্লাসি পুলিসে সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেনকে সঙ্গে নিয়ে রাতভর তল্লাসি চালাল পুলিস। গতকাল রাত একটা নাগাদ নিউটাউন থানা থেকে সুদীপ্ত সেন এবং অরবিন্দ চৌহানকে বারুইপুর নিয়ে আসে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিস।

এরপর তাদের নিয়ে তল্লাসি অভিযান শুরু করেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিস সুপার কঙ্করপ্রসাদ বারুই। বারুইপুরে সারদার ডিভিশনাল অফিসে তল্লাসি চালিয়ে উদ্ধার করা হয়েছে কয়েকটি চেক, আমানতকারীদের সার্টিফিকেট এবং একটি লোহার সিন্দুক। এরপর সারদা অ্যাগ্রো প্রোজেক্টের অফিস থেকে উদ্ধার করা হয় বেশ কিছু যন্ত্রপাতি। উদ্ধার করা হয়েছে কিছু নথিপত্রও। সারদা গোষ্ঠীর বারুইপুর অফিসের ডিভিশনাল ম্যানেজার অরিন্দম দাস ওরফে বুম্বা, বিশ্বনাথ দাস ওরফে বাপি এবং সত্যজিত বসুর সন্ধানে তল্লাসি চালাচ্ছে পুলিস। 

First Published: Friday, May 24, 2013, 17:53


comments powered by Disqus