পুলিসি অত্যাচারেই মৃত্যু, ময়নাতদন্তেও মিলল আভাস

পুলিসি অত্যাচারেই মৃত্যু, ময়নাতদন্তেও মিলল আভাস

পুলিসি অত্যাচারেই মৃত্যু, ময়নাতদন্তেও মিলল আভাসসুদীপ্ত গুপ্তের মৃত্যু নিয়ে পুলিসি অত্যাচারের যে অভিযোগ উঠছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে সেই অভিযোগই আরও জোরালো হচ্ছে। শুধুমাত্র মাথাতেই নয়, সুদীপ্তর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

তাঁর চোয়ালে গুরুতর জখম রয়েছে। দু চোখের মাঝখানে, অর্থাত্‍ কপালেও মিলেছে আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং করা হয়েছে ।

First Published: Wednesday, April 3, 2013, 17:10


comments powered by Disqus