Last Updated: Monday, March 11, 2013, 21:14
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বাঘের মৃত্যুর কারণ হিসাবে মাল্টি অরগ্যান ফেলিওরের বিষয়টি উল্লেখ করলেন বিশেষজ্ঞরা। রবিবার ঝিলা পাঁচ জঙ্গলে খোঁজ মেলে পূর্ণবয়স্ক একটি পুরুষ বাঘের মৃতদেহের। মুখ ও পায়ুতে রক্তের দাগ থাকায় এঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সজনেখালিতে ময়নাতদন্তের পর স্বাভাবিক মৃত্যুর সম্ভাবনার ওপরই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সম্পূর্ণ নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা।