Last Updated: September 20, 2013 14:54

সারদার সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হোক। আজ শ্যামল সেন কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে এই কথা বলেন সুদীপ্ত সেন। রাজ্য ছাড়াও রাজ্যের বাইরে সারদার সম্পত্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে সুদীপ্ত সেনের সাক্ষ্য গ্রহণ করে কমিশন। একইসঙ্গে কোথা থেকে কীভাবে টাকা তোলা হয়েছিল, তাও সারদা কর্তার কাছে জানতে চান শ্যামল সেন।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, পুজোর আগেই ফেরত দেওয়া হবে আমানতকারীদের টাকা। ইতিমধ্যেই কমিশনের কাছে টাকা ফেরত চেয়ে আবেদন জমা পড়েছে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ। এখনও কমপক্ষে ১২ লক্ষের শুনানি প্রয়োজন। কিন্তু মাসখানেকেরও কম সময়ে এই বিপুল সংখ্যক আমানতকারীর টাকা ফেরত কী করে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে সুদীপ্ত সেনের জেরা চলাকালীন কমিশনের অফিসের বাইরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা।
First Published: Friday, September 20, 2013, 15:47