শঙ্কর সেন থেকে সুদীপ্ত সেন হওয়ার কাহিনী সিবিআইকে শোনালেন সারদা কর্তা

শঙ্কর সেন থেকে সুদীপ্ত সেন হওয়ার কাহিনী সিবিআইকে শোনালেন সারদা কর্তা

Tag:  Sudipta Sen Sardha scam
শঙ্কর সেন থেকে সুদীপ্ত সেন হওয়ার কাহিনী সিবিআইকে শোনালেন সারদা কর্তাএন্টালির শঙ্কর সেন থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন। জীবনের শুরু থেকে ক্রমেই সারদা সাম্রাজ্যের মালিক হয়ে ওঠার কাহিনী আজ সিবিআই তদন্তকারীদের শোনালেন সুদীপ্ত সেন। মঙ্গলবার সাত সকালেই ছয় অভিযুক্তকে সিবিআই দফতরে আনা হয়। তারপর দিনভর দফায় দফায় চলে জেরা। সকাল থেকেই সিবিআই তদন্তকারীদের জেরার মুখে অকপট ছিলেন সুদীপ্ত সেন। সিবিআই তদন্তকারীরা সারদা মামলা নিয়ে জিজ্ঞেস করলে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন সুদীপ্ত। তারপরই তিনি নিজে থেকেই সিবিআই তদন্তকারীদের শোনান নিজের উত্থানের কাহিনী।

প্রথম দিনের জেরায় সুদীপ্ত সেনের কাছ থেকে কোনও চাঞ্চল্যকর তথ্য পাওয়া না গেলেও তদন্তকারীদের দাবি, সদীপ্ত সেন সিবিআই তদন্তের ওপর সম্পূর্ণ ভরসা রাখছেন। এমন কিছু তথ্যও সুদীপ্ত সেন তদন্তকারীদেরকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন যা এর আগে অন্য কোনও তদন্তকারী সংস্থাকে তিনি বলেন নি। সুদীপ্তর পাশাপাশি জেরা চলে দেবযানী মুখার্জি এবং সোমনাথ দত্তেরও। সিবিআই সূত্রে খবর মঙ্গলবার বাকি তিন অভিযুক্তকে সাধারণ জিজ্ঞাসাবাদের বাইরে বিশেষ জেরা করা হয়নি। কীভাবে তিনি ষড়যন্ত্রের শিকার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো হোঁচট খান সারদা কর্তা। মঙ্গলবার সন্ধ্যেয় প্রত্যেক অভিযুক্তর আইনজীবী এবং পরিবারের লোককে তাঁদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়।

First Published: Tuesday, June 17, 2014, 20:44


comments powered by Disqus