Last Updated: Tuesday, June 17, 2014, 20:44
এন্টালির শঙ্কর সেন থেকে সারদা কর্তা সুদীপ্ত সেন। জীবনের শুরু থেকে ক্রমেই সারদা সাম্রাজ্যের মালিক হয়ে ওঠার কাহিনী আজ সিবিআই তদন্তকারীদের শোনালেন সুদীপ্ত সেন। মঙ্গলবার সাত সকালেই ছয় অভিযুক্তকে সিবিআই দফতরে আনা হয়। তারপর দিনভর দফায় দফায় চলে জেরা। সকাল থেকেই সিবিআই তদন্তকারীদের জেরার মুখে অকপট ছিলেন সুদীপ্ত সেন। সিবিআই তদন্তকারীরা সারদা মামলা নিয়ে জিজ্ঞেস করলে নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন সুদীপ্ত। তারপরই তিনি নিজে থেকেই সিবিআই তদন্তকারীদের শোনান নিজের উত্থানের কাহিনী।