Last Updated: January 8, 2014 15:13

--------------------------------------
সারদার সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেওয়া হোক আমানতকারীদের। শ্যামল সেন কমিশনের কাছে এই প্রস্তাব জানালেন সারদা কর্তা সুদীপ্ত সেন। আজ শ্যামল সেন কমিশনে যান সুদীপ্ত সেন।
সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয় ভবিষ্যতে তিনি তাঁর চ্যানেলগুলি চালাতে চান কিনা। তারই পরিপ্রেক্ষিতে চ্যানেলগুলি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের কথা বলেন সুদীপ্ত সেন।
তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত জিজ্ঞেস করা হলে কমিশনের কাছে চব্বিশ ঘণ্টা সময় চান সুদীপ্ত সেন । সোমবারই সম্পত্তির তালিকা তিনি পিটিশনের মাধ্যমে কমিশনে জমা দেবেন বলে জানিয়েছেন সারদা কর্তা।
First Published: Wednesday, January 8, 2014, 15:16