Sudshnaa deth Canning

সুশান্তর আত্মহত্যা সারদার বলির সংখ্যায় একটা সংযোজন মাত্র

সারদার প্রতারণার বলি হয়েছেন যাঁরা, সেই তালিকায় নবতম সংযোজন ক্যানিংয়ের সুশান্ত সর্দার। সারা জীবনের পুঁজি রেখে ছিলেন সারদায়। বাবা কেন এভাবে চলে গেলেন তা এখনও স্পষ্ট নয় নবম শ্রেণির মধুমিতার কাছে। স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গত কাল সমাজবিজ্ঞানের পরীক্ষা দেওয়া হয়নি। আজ মনের মধ্যে সব কষ্ট চেপে রেখেই পরীক্ষা দিচ্ছে মধুমিতা।

সারদায় সর্বস্ব খুইয়ে বেশ কিছু দিন ধরেই হতাশায় ভুগছিলেন সুশান্ত সর্দার। টাকা ফিরে পাওয়ার আশায় তিনি দরজায় দরজায় ঘুরেও ছিলেন বলে জানিয়েছেন সুশান্ত বাবুর প্রতিবেশীরা। তবে প্রশাসেনর আশ্বাসই সার। টাকা না পেয়েই শেষ পর্যন্ত তিনি আত্মহত্যার পথ বেছে নিয়ে ছিলেন বলে মত সুশান্ত বাবুর প্রতিবেশীদের।

আজ সকালে সুশান্ত সর্দারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পাওনাদারদের তাগাদা ও গঞ্জনা সহ্য করতে না পেরেই সুশান্ত সর্দার আত্মঘাতী হয়েছেন বলে ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন তাঁর স্ত্রী ছায়া সর্দার। সুশান্ত সর্দারকে ধরে সারদার আত্মঘাতী এজেন্ট-আমানতকারীর সংখ্যা বেড়ে হল ৬৩।

First Published: Saturday, April 26, 2014, 12:00


comments powered by Disqus