Last Updated: Saturday, April 26, 2014, 12:00
সারদার প্রতারণার বলি হয়েছেন যাঁরা, সেই তালিকায় নবতম সংযোজন ক্যানিংয়ের সুশান্ত সর্দার। সারা জীবনের পুঁজি রেখে ছিলেন সারদায়। বাবা কেন এভাবে চলে গেলেন তা এখনও স্পষ্ট নয় নবম শ্রেণির মধুমিতার কাছে। স্কুলে বার্ষিক পরীক্ষা চলছে। গত কাল সমাজবিজ্ঞানের পরীক্ষা দেওয়া হয়নি। আজ মনের মধ্যে সব কষ্ট চেপে রেখেই পরীক্ষা দিচ্ছে মধুমিতা।