Last Updated: November 14, 2012 18:18

আন্না হাজারের সমর্থন পেয়ে নতুন করে আন্দোলনে নামল মহারাষ্ট্রের কোলাপুরের আখ চাষীরা। তবে সেই আন্দোলন অবশ্য হিংসার আকার নিল। আর এতে মহারাষ্ট্রের কোলাপুরের দিওয়ালিতে নেমে এল অনিশ্চিয়তার অন্ধকার। যেখানে দিনের শেষে শুধুই পড়ে থাকল চাষীদের হাহাকার, আগুনে পোড়া পুলিসের জিপ, আর ভাঙাচোড়া বাস। যেখানে এখনও কান পাতলে দিওয়ালির শব্দবাজির বদলে শোনা যাবে পুলিসের গুলির শব্দ।
আখের দাম নির্ধারণে সরকার গৃহীত `এমসিপি` নীতিতে পরিবর্তন আনার দাবিতে আন্দোলনে নেমেছে কোলাপুরের আখ চাষীরা। কিন্তু সেই আন্দোলন আলাদা মাত্রা পেয়ে যায় পুলিসের গুলি চালানোর পর। পুলিসের গুলি চালানোয় নিহত হয় এক আন্দোলনকারী। তার ওপর আবার গ্রেফতার করা হয় আন্দোলনরত আখচাষীদের প্রধান নেতা রাজু শেঠিকে। এ দিকে আন্না হাজারে এই গুলি চালানোর তীব্র নিন্দা করে আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। এরপরই বুধবার নতুন করে আন্দোলন শুরু হয়। আন্দোলনের কর্মসূচী হিসাবে জেলার বিভিন্ন রাস্তা অবরোধ করা হয়। কিন্তু ঝামেলা শুরু হয় পুলিস সেই রাস্তা অবরোধ সরাতে গেলে। পুলিসের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়, পুলিসের ভ্যানেও জনতার রোষ থেকে বাদ যায়নি। তবে আগের দিনের চেয়ে পুলিস অনেকটাই সংযত ছিল।
First Published: Wednesday, November 14, 2012, 18:18