প্রচারের প্রথম দিনেই `দিল্লি চলো` ডাক সুগত বসুর

প্রচারের প্রথম দিনেই `দিল্লি চলো` ডাক সুগত বসুর

প্রচারের প্রথম দিনেই `দিল্লি চলো` ডাক সুগত বসুর কর্মিসভায় দিল্লি চলো। ডাক দিলেন সুভাষচন্দ্র বসুর নাতি সুগত বসু। বারুইপুরে তৃণমূলের কর্মিসভায়, ক্লাসরুমে পড়ানোর ঢঙেই বক্তৃতা করলেন হাভার্ডের অধ্যাপক। বুধবারই প্রথম প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সুগত বসু। বারুইপুরে কর্মিসভা দিয়ে শুরু হলো তাঁর প্রচার। হাভার্ডের ইতিহাসবিদের গলায় শোনা গেল নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পালের কথা।

কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়লেন না নেতাজির নাতি। কর্মিসভায় হাজির হাভার্ডের অধ্যাপক সুগত বসুর দুই ছাত্রীও।

সুগত বসুর মা তথা প্রাক্তন তৃণমূল সাংসদ কৃষ্ণা বসু সহ তৃণমূলের নেতা-মন্ত্রীরা হাজির ছিলেন কর্মিসভায়।

First Published: Wednesday, March 19, 2014, 23:46


comments powered by Disqus