Last Updated: Wednesday, March 19, 2014, 23:46
কর্মিসভায় দিল্লি চলো। ডাক দিলেন সুভাষচন্দ্র বসুর নাতি সুগত বসু। বারুইপুরে তৃণমূলের কর্মিসভায়, ক্লাসরুমে পড়ানোর ঢঙেই বক্তৃতা করলেন হাভার্ডের অধ্যাপক। বুধবারই প্রথম প্রচার শুরু করলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সুগত বসু। বারুইপুরে কর্মিসভা দিয়ে শুরু হলো তাঁর প্রচার। হাভার্ডের ইতিহাসবিদের গলায় শোনা গেল নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পালের কথা।