Last Updated: October 26, 2012 17:39

আফগানিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ৩৭ জনের। আহত বেশ কয়েকজন। দেশের উত্তরপ্রান্তে ফারিয়াব প্রদেশের মেমানা শহরের ইদগাহতে ইদের নমাজ পড়তে সমবেত হয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়েই পুলিসের উর্দি পরা এক ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণে সাধারণ মানুষের পাশাপাশি বহু নিরাপত্তারক্ষীও মারা গিয়েছেন। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার না করলেও, আক্রমণের পদ্ধতি দেখে একে তালিবান হামলা বলেই সন্দেহ করা হচ্ছে। যদিও, আফগানিস্তানের উত্তরাংশে কোনও দিনই তালিবানের প্রভাব সেভাবে ছিল না। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ওপর চাপ বাড়াতেই সম্প্রতি উত্তরে তাকাও নীতি নিয়েছে তালিবান। তাই উত্তর আফগানিস্তানের বিভিন্ন শহরকে বেছে বেছে আক্রমণের নিশানা করা হচ্ছে।
First Published: Friday, October 26, 2012, 17:39