Last Updated: Friday, October 26, 2012, 17:39
আফগানিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হল ৩৭ জনের। আহত বেশ কয়েকজন। দেশের উত্তরপ্রান্তে ফারিয়াব প্রদেশের মেমানা শহরের ইদগাহতে ইদের নমাজ পড়তে সমবেত হয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়েই পুলিসের উর্দি পরা এক ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়।