Last Updated: January 20, 2014 13:21

পাক সেনা হেডকোর্য়ার্টারের ঢিল ছোঁড়া দূরত্বে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে ফের নিজেদের অস্তিত্বের জানান দিল জঙ্গিরা। আজ সকালে রাওয়ালপিণ্ডির একটি বাজারে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ১০জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৪জন। কোনও জঙ্গিগোষ্ঠী এক বিস্ফোরণের দায় স্বীকার না করলেও, এতে পাক তালিবান যুক্ত বলেই মনে করা হচ্ছে।
গতকালই ওয়াজিরিস্তানে তালিবানি জঙ্গি হানায় ২০ জন পাক সেনার মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ফের জঙ্গি সক্রিয়তা বাড়ায় চিন্তিত পাক সরকার। তড়িঘড়ি বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তালিবানের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনও আপস রফায় পৌছন যায় কি না, তা ভাবনাচিন্তা করছে শরিফ প্রশাসন।
First Published: Monday, January 20, 2014, 13:21