Last Updated: June 10, 2013 21:07

জিয়া খান চলে যাওয়ায় এখনও শোকের ছায়া বলিউডে। রবিবার জিয়ার স্মরণসভায় এসেছিলেন রিয়া সেন। জিয়ার মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেও রিয়া মনে করেন ভীতুরাই আত্মহত্যার পথ বেছে নেয়।
স্মরণসভায় এসে রিয়া বলেন, "জিয়ার মত একজন সুন্দরী, প্রতিভাশালী মেয়ের মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করা সত্যিই দুঃখজনক। ভীতুরা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি নিশ্চিত জীবন জিয়ার জন্য আগে অনেক ভাল কিছু রেছেছিল। তবে আমরা বিচার করার কেউ নই। আমি শুধু মনে করি ব্যর্থতায় কথনই হাল ছেড়ে দেওয়া উচিত নয়। ব্যর্থতা বিনোদন জীবনের অংশ। জিয়াতো সবেমাত্র কেরিয়ার শুরু করেছিল।"
জিয়ার লেখা ৬ পাতার সুইসাইড নোট প্রসঙ্গে রিয়া বলেন, "আমি চিঠিটা পড়েছি। ওদের সম্পর্কের ব্যাপারে আমার কিছুই বলার নেই। সকলেই সেটা জানে। তিন বছর জিয়ার হাতে কাজ ছিল না মানে এটা কখনই নয় যে সারা জীবন ওর হাতে কোনও কাজ ছিল না। আমি নিশ্চিত ওর জীবনে বড় কিছু আসছিল। জিয়ার আত্মহত্যা থেকে আমাদের সকলেরই শক্ত হতে শেখা উচিত। ওর আত্মা শান্তি পাক।"
First Published: Monday, June 10, 2013, 21:07