Last Updated: March 3, 2012 17:06

কোচবিহারের মাথাভাঙায় আত্মঘাতী হলেন এক পরিবহণ কর্মী। মনীশ ব্রহ্ম নামের ওই ব্যক্তি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ২০ বছরের বেশি সময় ধরে ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন।
গত ১৯ ফেব্রুয়ারি মাথাভাঙা ডিপোর ৩৪ জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়। তার মধ্যে মাথাভাঙার পশ্চিমপাড়ার বাসিন্দা মনীশ ব্রহ্মও ছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চাকরি হারানোর পর থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন মনীশ ব্রহ্ম। শনিবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
First Published: Saturday, March 3, 2012, 17:06