Last Updated: April 24, 2014 22:44

প্রচন্ড গরমের জেরে এবার গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । সমস্ত সরকারি স্কুলে আগামী ২রা মে থেকে গরমের ছুটি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের অনুদান প্রাপ্ত স্কুলগুলিতেও একই নিয়ম চালুর জন্য স্কুল শিক্ষা দফতরের তরফে অনুরোধ করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, স্কুলগুলিতে দোসরা মে থেকে একত্রিশে পর্যন্ত গরমের ছুটি থাকবে। গরমের ছুটি এগিয়ে আনার পাশাপাশি স্কুল শিক্ষা দফতর জেলাশাসকদের একটি বিশেষ নির্দেশ পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে পরিকাঠামো থাকলে গরমের ছুটি না পড়া পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলই যেন সকালে শুরু করা হয়।
First Published: Thursday, April 24, 2014, 22:44