সদনে `নবজাগরণ`

সদনে `নবজাগরণ`

সদনে `নবজাগরণ`নবজাগরণের হাত ধরেই শুরু হয়েছিল বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই। উদ্দেশ্য ছিল হিন্দি ও ইংরেজির পাশাপাশি, বাংলা ভাষার সমান অধিকার। সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন  বিশিষ্ট সাহিত্যিক সুনীল গাঙ্গুলি। দেখতে দেখতে চার বছরে পা দিল এই সংস্থা। আর সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার রবীন্দ্রসদনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সাহিত্যিক সুনীল গাঙ্গুলি ছাড়াও সেখানে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুনীল গাঙ্গুলি বলেন, বাংলা ভাষাকে আবশ্যক করতে এবার নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তাঁর মতে, ভাষার ব্যাপারে আগের সরকারের সদিচ্ছা ছিল।

First Published: Friday, August 3, 2012, 10:03


comments powered by Disqus