Last Updated: Friday, December 6, 2013, 18:42
কেরোসিনকাণ্ডে ১০০ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন পেলেন জ্যোতির্ময় নন্দী। পুলিস হেফাজতের মেয়াদ শেষে আজ ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয় জ্যোতির্ময় নন্দীকে। মহাকরণে কেরোসিনকাণ্ডে গত শনিবার গ্রেফতার করা হয় তাঁকে। এই গ্রেফতারি ঘিরে বিস্তর জলঘোলা হয়। ইতিমধ্যে হোম পাবলিকেশন দফতরের রেজিস্ট্রার বিস্ময় রায় স্বরাষ্ট্রসচিবকে দেওয়া রিপোর্টে জানিয়েছেন, জ্যোতির্ময় নির্দোষ। গতকালই এই রিপোর্ট জমা পড়ে গেলেও পুলিস হেফাজত থেকে বেরোতে পারেননি জ্যোতির্ময় নন্দী।