ফের সানি লিওনের সিনেমা, ফের উত্তেজক ট্রেলর, ফের ইউটিউবে হিটের বন্যা

ফের সানি লিওনের সিনেমা, ফের উত্তেজক ট্রেলর, ফের ইউটিউবে হিটের বন্যা

ফের সানি লিওনের সিনেমা, ফের উত্তেজক ট্রেলর, ফের ইউটিউবে হিটের বন্যাভারতের ইন্টারনেটে দুনিয়ায় মেগাহিট সানি লিওন আবার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। কাইজাদ গুসতাদের পরিচালনায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা `জ্যাকপট`-এর ট্রেলর প্রকাশ পেতেই হৈ হৈ পড়ে গেল ইন্টারনেট দুনিয়ায়। `জ্যাকপট`-এর ট্রেলরে সানি লিওনকে বিভিন্ন খোলামেলা পোশাকে ও উত্তেজক অবস্থায় দেখা গিয়েছে। ইন্দো-কানাডিয়ান পর্নস্টারের নতুন অবতার দেখতে ইউ টিউব-এ দর্শকদের উত্‍সাহ চোখে পড়ার মত। (নিচে দেখুন সেই সিনেমার ট্রেলর)। সিনেমাটি রিলিজ পাচ্ছে ১৩ ডিসেম্বর।

সোমবার এই সিনেমার অফিসিয়াল ট্রেলর- ইউ টিউবে আপলোড করা হয়। মাত্র আড়াই দিনের মধ্যেই ইউ টিউবে সানি লিওনের এই `জ্যাকপট`-সিনেমার ট্রেলর দেখে ফেলেছেন সাড়ে দশ লক্ষ ভিজিটার। সাম্প্রতিক কালে ক্রিস থ্রি আর ধুম থ্রি ছাড়া এত তাড়াতাড়ি কোনও সিনেমারই অফিসিয়াল ট্রেলর এত বার দেখা হয়নি।

এর আগে `শ্যুট আউট অ্যাট লোখান্ডওয়ালা` সিনেমায় `লায়লা` গানে সানি লিওনের নাচের ভিডিও দেখাতেও ইউ টিডব হিটে রেকর্ড হয়েছিল। গুগুলের বিচারে সানি লিওনই হলেন ভারতীয়দের সবচেয়ে পছন্দের সেলেব্রিটি। সানি হারিয়ে দিয়েছেন ক্যাটরিনা, সলমন, শাহরুখ, আমির খানদেরও।

`জ্যাকপট` সিনেমার আগেই সানি লিওনের আরও একটি বলিউড সিনেমা রিলিজ করার কথা ছিল। সেই একতা কাপুরের রাগিনি এমএমএস-টু তে একেবারে অন্য ধরনের চরিত্রে অভিনয় করছেন এই পর্নস্টার। তবে একতা সেি সিনেমার রিলিজের তারিখ পিছিয়ে দেওয়ায় জ্যাকপটেই সানিকে আগে দেখা যাবে। এর আগে মহেশ ভাট জিসম টু-ছবির মাধ্যমে তাঁর বলিউডে আত্মপ্রকাশ হয়। এই ক মাসেই বলিউডে নিজের জায়গাটা বেশ মজবুত করে ফেলেছেন। অন্তত দর্শক চাহিদার দিক থেকে তো বটেই।

First Published: Wednesday, October 30, 2013, 13:45


comments powered by Disqus