Last Updated: June 23, 2014 21:16

বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে বেবি ডল সানি লিওন এবার টলিউডে। কারেন্ট থিগা ছবি দিয়ে তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন সানি। এই ছবিতে গ্ল্যামারামস শিক্ষিকার চরিত্রে দেখা যাবে সানিক। জি নাগেশ্বর রেড্ডি পরিচালিত ছবিতে সানির সঙ্গে রয়েছেন মঞ্চু মনোজ ও রকুলপ্রীত। ছবিতে রয়েছে সানির আইটেম নম্বরও।
তামিল ছবি ভরুথপদথা ভলিবার সঙ্গমের তেলুগু রিমেক কারেন্ট থিগা। জিসম টু, রাগিনী এমএমএস টু-র পর বলিউড এখন মিলাপ জাভেরির সেক্স কমেডি মস্তিজাদে ছবিতে সানিকে দেখার অপেক্ষায়।
দেখা যাক বলিউডের পর টলিউডে কতটা জমি পান সানি।
First Published: Monday, June 23, 2014, 21:16