Last Updated: Friday, November 30, 2012, 19:50
সাতপাকে বাঁধা পড়লেন মৌরি। তিন বছরের দামাল প্রেমের অবসান। মানালি নতুন জীবন শুরু করলেন সপ্তকের
সঙ্গে। সকাল থেকেই রুবির টেগোর পার্কের হীরা গার্ডেনে জোড় তোড়জোড়। মৌরির বিয়ে বলে কথা। তা কী আর
এমনি এমনি হয়? রীতিনীতির গায়ে হলুদ সেরে সন্ধে হতেই সানাইয়ের সুরে মুখরিত চারপাশ। নভেম্বরের হালকা
হিমেল সন্ধেতে চাঁদ ও উঠেছিল, ফুলও ফুটেছিল। হাতি ঘোড়া নাই বা নাচল, মৌরি রাণীর বিয়েটা কিন্তু হয়েই গেল।